রাজ্য

প্রশাসন কী করছে, জানতে চান রাজ্যপাল

প্রশাসন কী করছে, জানতে চান রাজ্যপাল - West Bengal News 24

আবার বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বললেন, রাজ্যে আল কায়দা জঙ্গি সংগঠন ছড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই।

শনিবার রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের উক্তি, ‘আল কায়দা ছড়িয়ে পড়ছে, অবৈধভাবে বোমা বানানো চলছে বহুল পরিমাণে, আমি জানতে চাই প্রশাসন কী করছে?’ ধনকরের বিস্ফোরক দাবি, রাজ্যের ডিজিপির পদ এখন ওপেন সিক্রেট, তাই এখানে কাজ করছে ‘পলিটিক্যাল পুলিশ’।

এত সব গুরুতর অভিযোগের পর রাজ্যপাল বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন, তাই এই বছরটা পশ্চিমবঙ্গের জন্য চ্যালেঞ্জিং। এখানেই সুযোগ রয়েছে ভাবমূর্তি শোধরানোর।

আরও পড়ুন: কৃষি আইনের পক্ষে সওয়ালে ধর্মীয় আবেগে আঘাত

অন্যান্য রাজনৈতিক দলের (পড়ুন বিজেপি) নেতাদের ‘বহিরাগত’ তকমা দিয়েছেন বেশ কিছু তৃণমূল নেতা, এ নিয়ে ব্যথিত বোধ করছেন রাজ্যপাল।

তিনি বললেন, ‘সংবিধানকে উপেক্ষা করে ভারত মায়ের সন্তানকে বহিরাগত বলা হচ্ছে কারণ তিনি এ রাজ্যের নন, এতে আমার হৃদয় ব্যথা বোধ করছে। আমরা সবাই ভারত মায়ের সন্তান, এই মাটিতে বসবাসকারী কেউই বহিরাগত নয়।’

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button