Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

আমার নামের আগে বিশেষণ বসানোই কি বাংলার সংস্কৃতি? : জেপি নাড্ডা

আমার নামের আগে বিশেষণ বসানোই কি বাংলার সংস্কৃতি? : জেপি নাড্ডা - West Bengal News 24

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিতে গিয়ে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এর আগের বঙ্গ সফরে এলে বিজেপি নেতাকে নিয়ে কটাক্ষ করেন মমতা।

বলেন, হঠাত্‍ করে রাজ্যকে না জানিয়েই চলে আসছে চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, ভাড্ডা, গাড্ডা। সেই ঘটনা মনে করেই মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে কটাক্ষ করে নাড্ডা বলেন, ‘আমার নামের আগে বিশেষণ বসানোটাই কি বাংলার সংস্কৃতি?’

শেষ সফরে ডায়মন্ড হারবারের কাছে তাঁর কনভয়ে হামলা করেছিল উন্মত্ত জনতা। ইটপাথর মেরে ভেঙে ফেলা হয় তাঁর গাড়ির কাচ। সেই হামলাও কি বাংলার সংস্কৃতির অংশ, প্রশ্ন বিজেপি সভাপতির। কাটোয়ায় তাঁর পথসভায় এক কিমি লম্বা লোকের ভিড়ের দিকে দেখিয়ে নাড্ডা বলেন, ‘এদের দেখুন।

আরও পড়ুন: কৃষি আইনের পক্ষে সওয়ালে ধর্মীয় আবেগে আঘাত

এরা তো বিজেপির নেতা নয়, পশ্চিমবঙ্গের মানুষ। মমতাজি, আপনি এবং আপনার দল বহিরাগতদের আসা নিয়ে চর্চা করেছেন।

আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার নামের আগে বিশেষণ যোগ করাই কি রাজ্যের সংস্কৃতি?’ নাড্ডার দাবি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ এবং বাংলার অন্যান্য মনীষীদের ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র বিজেপিই।

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button