হাওড়া

প্রেম দিবসে ভাটার টানে বাগনানের গোলাপ চাষীরা

প্রসেনজিৎ পান্ডা

প্রেম দিবসে ভাটার টানে বাগনানের গোলাপ চাষীরা - West Bengal News 24

বাগনানঃ সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও রবিবার পালিত হচ্ছে প্রেম দিবস। যুবক যুবতীরা একে অপরের মধ্যে প্রেম নিবেদন করার পাশাপাশি গোলাপ বিনিময় ঘটায়। আর সেই গোলাপ উৎপাদনকারী গ্রামীণ হাওড়ার বাগনান এলাকার চাষীদের ঘুম ঝুটেছে গোলাপের চাহিদা দেখে।

অন্যান্য বছর গুলির মতো এবছর গোলাপ বিক্রিতে পরেছে ভাটা। করোনা আবহের জেরে গোলাপের চাহিদা কম থাকায় মাথায় হাত এলাকার চাষীদের। ফলে কার্যত দিশাহীন বাগনানের সামতাবেড়,বিরামপুর,বেনাপুর,কল্যানপুর,সাবসিট,বাইনান এলাকার বহু গোলাপচাষী।

আরও পড়ুন : “৫০০ কোটির রাজনৈতিক পরামর্শদাতা ” হাওড়া জগৎবল্লভপুরের সভা থেকে বিস্ফোরক রাজীব

বিরামপুরের গোলাপচাষী পিন্টু মন্ডল বলেন-” অন্যান্য বছরে মতো এবছরের বাজার একদম ভালো নয়। গোলাপ বিক্রি খুব কম। বাজারে প্লাস্টিকের গোলাপের রমরমা কারবারে সরকারি হস্তক্ষেপ না হওয়ায় ফল ভুগতে হচ্ছে চাষীদের। সরকারি হস্তক্ষেপ নাহলে ফুলচাষ বন্ধ করে শস্যচাষে মন দিতে হবে”।

আরও পড়ুন ::

Back to top button