হাওড়া

ডোমজুড়ে রাজীবকে কালো পতাকা,লাঠিচার্জ ও অবরোধ

ডোমজুড়ে রাজীবকে কালো পতাকা,লাঠিচার্জ ও অবরোধ - West Bengal News 24

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ শনিবার সন্ধ্যায় ডোমজুড়ে দলীয় কর্মসূচী সেরে ফেরার পথে সদর হাওড়ার ডোমজুড় বিধানসভার শলপ মোড় এলাকায় একদল তৃণমূল কংগ্রেস সর্মথকদের মুখে বেইমান ধ্বনি দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখানো কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

সূত্রের খবর এদিন সন্ধ্যা ৭.৫০ নাগাদ দলীয় কর্মসূচী থেকে ফেরার পথে শলপে রাজীবের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখাতে গাড়ির পিছনে ধাওয়া করে একদল স্থানীয় তৃণমূল কংগ্রেস সর্মথক। রাজীবের নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে বাধা দিতে গেলে বচসা শুরু হয়। যুবকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে রাজীবের দেহরক্ষীরা। আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন : হাওড়া শিবপুরে প্রার্থীপদ না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা জটু লাহিড়ী

এই ঘটনার জেরে ডোমজুড়ের প্রার্থী কল্যাণ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাওড়া আমতা রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । দীর্ঘ একঘন্টার অবরোধের পর যানযট মুক্ত হয় এলাকা।

হতাশা থেকে এই কাজ করেছে তৃণমূল দাবি রাজীবের।

আরও পড়ুন ::

Back to top button