ইসরায়েলের রাস্তায় নগ্ন নেতানিয়াহু
দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর এক নগ্ন মুর্তি ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঠিক নির্বাচনের আগমুহূর্তে এমন নেতানিয়াহুর এই মুর্তি কে বা কারা বসিয়ে দিয়েছে রাস্তার মোড়ে।
জানা গেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের হাবিমা স্কয়ারে ব্রোঞ্জের ওই মূর্তিটি দেখা যায়। প্রকাশ্যে আসতেই মূর্তিটির চারদিকে ব্যারিকেড তৈরি করে দেয় কর্তৃপক্ষ। পরে সরিয়ে নিয়ে যায় সেটি।
নেতানিয়াহুর ধূসর মূর্তিটিকে এক কোণে উবু হয়ে বসে থাকতে দেখা গেছে। ঠিক যেন পায়খানায় বসেছেন তিনি। মূর্তিটির ঘাড় রাস্তার দিকে ঘোরানো যেন তিনি তাকিয়ে রয়েছেন পথচারীদের দিকে।
আরও পড়ুন : বিশ্বে প্রথম করোনা এন্টিবডি নিয়ে শিশুর জন্ম
ছয় টন ওজনের পাঁচ মিটার লম্বা ওই মূর্তিটি কেন ওখানে রাখা হলো, কারাই বা রাখলো তা এখনও জানা যায়নি। মূর্তি বসানোর পিছনে কাদের হাত রয়েছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে প্রশাসন।
দ্য টাইমস অফ ইজরায়েল সংবাদপত্রের দাবি, নির্বাচনের আগে প্রতিবাদ দেখাতেই এই প্রতীকী মূর্তি বসানো হয়েছে এখানে।
প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ ইসরায়েলে নির্বাচন। ভোটের ঠিক আগেই এই নগ্ন মূর্তির প্রকাশ্যে আসা যেন নেতানিয়াহুর নানাবিধ ব্যর্থতাকেই নির্দেশ করছে বলে মনে করছেন অনেকে।