এই ৫ রাশির জাতকরাই শয়তানি বুদ্ধিতে সেরা
আমাদের আশপাশে এমন কিছু মানুষ থাকেন, যারা নিজেদের রাগ এবং প্রতিহিংসা নিয়ন্ত্রণে রাখতে পারেন না। এদের পেটে পেটে শয়তানি বুদ্ধি ভর্তি। কী করে অন্যের ক্ষতি করা যায়, তা যেন সব সময় ভাবতে থাকেন এরা। কোনও কোনও রাশির জাতকদের মনে শয়তানিতে ঠাসা থাকে। আজ আমরা আলোচনা করব পাঁচ রাশির জাতকদের নিয়ে, যাদের শয়তানি বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়। আমরা বলছি না যে এই পাঁচ রাশির জাতকরাই খারাপ, আর সব রাশির জাতক ভালো। সব রাশিতেই ভালো ও খারাপ মেলানো মেশানো থাকে। তবে এই পাঁচ রাশির মধ্যে অশুভ বুদ্ধির প্রভাবটা কিছুটা বেশি।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক অর্থাত্ বিছে, অত্যন্ত বিষাক্ত একটা প্রাণী, সুযোগ পেলেই যে ছোবল মারবে। এই প্রাণীরই প্রতিনিধি বৃশ্চিক রাশির জাতকরা। এরা যেমন চতুর, তেমনই শয়তানিতে ঠাসা। কারোর ওপর রাগ থাকলে এরা প্রতিহিংসা নিয়েই ছাড়েন। প্রতিশোধ নেওয়ার সুযোগ কখনও ছাড়েন না বৃশ্চিক রাশির জাতকরা। কারোর ক্ষতি করতে হলে এরা এমন সব পরিকল্পনা করেন, যা অনেকে ভাবতেও পারবে না।
আরো পড়ুন :এখানে ১ মুঠো চাল রাখলে সংসারে কোনদিনও অভাব অনটন হবে না
সিংহ রাশি
নেৃত্বত্ব দেওয়ার জন্যই জন্মান সিংহ রাশির জাতকরা। কিন্তু একইসঙ্গে এরা অত্যন্ত attention seeker। সব সময় লাইম লাইটের তলায় থাকতে এরা সবকিছু করতে পারেন। অন্যের মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে নিজের প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারেন না সিংহ রাশির জাতকরা। প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য একা যে কোনও রকম নোংরা খেলা খেলতে পারেন। কারোর ক্ষতি করতে হলে তখন নির্দয় হয়ে ওঠেন এরা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা হলেন পারফেকশনিস্ট। এরা নিজেরা যেমন কাজে ভুল করেন না, তেমন অন্যের ভুল সহ্য করতে পারেন না। কেউ কোনও কাজে সামান্য ভুল করলেও সবার সামনে তাকে তীব্র ভাবে অপমান করতে একটুও কুণ্ঠা বোধ হয় না কন্যা রাশির জাতকদের। এরা আপনার সামনে এক ভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন, আপনার মনে আপনাকে কতই না পছন্দ করেন। কিন্তু তলায় তলায় আপনার ক্ষতি করার সুযোগ খোঁজে কন্যার জাতকরা।
আরো পড়ুন :পুরাণে লুকিয়ে রয়েছে হিন্দু সধবাদের শাঁখা পরার কারন, মানলে আপনি সুখি, না মানলে…
মেষ রাশি
আগুনের মতো তপ্ত উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী মেষ রাশির জাতকরা। এরা অন্য কারোর কথা শুনে চলতে পছন্দ করেন না। কারোর বিরোধিতা মোটেও সহ্য করতে পারেন না মেষ রাশির জাতকরা। কেউ এদের কোনও কথায় বিরোধিতা করলে, সেই ব্যক্তি নিজের যুক্তিতে সঠিক হলেও তার ক্ষতি করার সুযোগ খোঁজে মেষ রাশির জাতকরা। এরা প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন। অন্য কেউ এদের সরিয়ে প্রচারের আলো দখল করে ফেললে তার ক্ষতির চেষ্টা করেন এরা।
বৃষ রাশি
অত্যন্ত একগুঁয়ে ও জেদি প্রকৃতির হলেন বৃষ রাশির জাতকরা। এদের মোটেও হালকা ভাবে নেওয়া উচিত নয়। নানা রকম অপরাধ মূলক কাজের বুদ্ধি বৃষ রাশির জাতকদের মাথায় ঘুরতে থাকে। এমনকি কারোর ক্ষতি করতে হলে যদি এদের নিজেরও ক্ষতি হয়, তা জেনেও এরা অন্যের ক্ষতি করতে উদ্যত হন। নিজেদের পরিকল্পনা এরা বাস্তবায়িত করেই ছাড়েন।