পূর্ব মেদিনীপুর

গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হোমের আবাসিকরা

গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন হোমের আবাসিকরা - West Bengal News 24

ওরা কেউ অস্থি সংক্রান্ত দিব্যাঙ্গ, মুখ ও বধির ও বহুমুখী দিব্যাঙ্গ। আবার অনেকেই দীর্ঘ দুই বছর তিন বছর ধরে থাকার ফলে ভারতীয় নাগরিক হিসাবে ভোটার তালিকায় ওদের নাম সংযোজিত হয়েছে।

এরকম কুড়ি জন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম আবাসিকরা স্থানীয় চক শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় নির্বাচন বুথ কেন্দ্রে মুখে মাক্স, হাতে গ্লাভস, পরে ভোটের পরিচয় পত্র নিয়ে ভোটাধিকার প্রয়োগের করেন।

আরও পড়ুন : নন্দীগ্রামে ভুয়ো কার্ড সহ আটক ১

জেলা নির্বাচন কমিশন এবং জেলা সমাজ কল্যাণ দপ্তরের বিশেষ উদ্যোগে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন হোম আবাসিকরা। বুথকেন্দ্রে যাওয়ার জন্য জেলা নির্বাচন আবাসিকদের ছাড়পত্র মিলেছে।

পুলিশ প্রশাসনের তরফ থেকে গাড়ি ও সবরকম সাহায্য করা হয়। ওরা মনের আনন্দে নিজেদের পছন্দমতো প্রার্থীকে বোতাম টিপে ভোটাধিকার প্রয়োগ করে। এই উদ্যোগে খুশি হোম কর্তৃপক্ষ।

আরও পড়ুন ::

Back to top button