খেলা

টানা জয়ে নতুন বিশ্বরেকর্ডের নজির গড়ল অজি নারী দল

টানা জয়ে নতুন বিশ্বরেকর্ডের নজির গড়ল অজি নারী দল - West Bengal News 24

 

ওয়ানডে ক্রিকেটে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ে রিকি পন্টিংদের রেকর্ড ভেঙেছে অস্ট্রেলিয়ান নারীরাই। মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নারী দলকে ৬ উইকেটে হারিয়ে টানা ২২তম ওয়ানডে ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া নারী দল। এর আগে সর্বোচ্চ ২১টি ওয়ানডে ম্যাচ জিতেছিল পন্টিংরা।

ওইদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২১২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে মাত্র ৩৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে অজি নারী ক্রিকেট দল।

আরো পড়ুন : কেন বুমরাকে বিয়ে করেছেন, জানালেন সঞ্জনা

তবে ইনিংসে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। রাচেল হেইনস আউট হওয়ার পূর্বে করেছেন মাত্র ১৪ রান। আর অধিনায়ক মেগ ল্যানিংও সাজঘরে ফেরেন ৫ রানে।

দ্রুত দুই উইকেট পড়লেও দলীয় স্কোর ঠিকই সচল রাখেল আরেক ওপেনার অ্যালিসা হিলি। দুর্দান্ত ব্যাট করে তুলে নেন ফিফটি। দলীয় ১১৫ রানে আউট হওয়ার আগে খেলেন ৬৮ বলে ৬৫ রানের ইনিংস। পরে বেথ মুনি আউট হন ১২ রান করে।

এরপর আর উইকেট হারাতে হয়নি অজিদের। অ্যালিসা পেরি ও অ্যাশলে গার্ডনারের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৭৯ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ক্যারিয়ারের ২৮তম ফিফটিতে ৫৬ রান করেন পেরি, গার্ডনার অপরাজিত থাকেন ৪১ বলে ৫৩ রান করে।

এর আগে মেগান স্কাট ও নিকোলা ক্যারের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড নারী। ম্যাচসেরার পুরস্কার জেতা মেগান ৯ ওভারে ৩২ রান খরচায় নেন ৪ উইকেট। ক্যারের শিকার ৩ কিউই ব্যাটার। নিউজিল্যান্ডের পক্ষে একাই লড়াই করেন লড়েন ডাউন। তিনি খেলেন ৯০ রানের ইনিংস।

আরও পড়ুন ::

Back to top button