আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাসায়নিক বর্জ্যের রিজার্ভারে ছিদ্র, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাসায়নিক বর্জ্যের রিজার্ভারে ছিদ্র, জরুরি অবস্থা জারি - West Bengal News 24

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বেতে রাসায়নিক বর্জ্যের একটি রিজার্ভারে ছিদ্র হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্তত তিনশ’ বাড়ির বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ৭৭ একরের রিজার্ভরে ফসফরাস এবং নাইট্রোজেন মেশানো লাখ লাখ গ্যালন পানি ধরে রাখা হয়। একটি পুরাতন ফসফেট প্ল্যান্টের রাসায়নিক বর্জ্য মেশানো পানি ওই রিজার্ভারে গিয়ে পড়ে।

আরও পড়ুন :নাসার তালিকায় ‘স্বাধীন দেশ’ তাইওয়ান, উত্তেজিত চীন

যেখানে ছিদ্র খুঁজে পাওয়া গেছে সেখানে রেডিওঅ্যাক্টিভ বর্জ্য ফসফোগিপসাম জমা আছে। ওই রিজার্ভরের পানিতে প্রাকৃতিকভাবে স্বল্প পরিমাণে রেডিয়াম এবং ইউরেনিয়ামও আছে। এছাড়া বর্জ্য থেকে রাডন গ্যাস নির্গত হয়।

আরও পড়ুন ::

Back to top button