খেলা

বিরাটকে টপকানোর আগেই বাবর ভক্তদের টুইট উৎসব

বিরাটকে টপকানোর আগেই বাবর ভক্তদের টুইট উৎসব - West Bengal News 24

১০৩, ৩১ ও ৯৪ সব শেষ তিন ইনিংসে ২২৮ রান তুলেছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার মাটিতে ডান-হাতি এই ব্যাটসম্যানের অধীনে ২-১ এ সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজটি শুরু হওয়ার আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। নতুন র‌্যাংকিং ঘোষণা হওয়ার আগেই পাকিস্তান অধিনায়ককে বিশ্ব সেরা ব্যাটসম্যান হিসেবে টুইটারে উসব শুরু করেছে দেশটির ক্রিকেট প্রেমীরা।

৫০ ওভারের ক্রিকেটে সবার উপরে থাকা ভারতের দলনেতা বিরাটের পয়েন্ট ৮৫৭। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাওয়ার আগে বাবরের পয়েন্ট ছিল ৭৫২। সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে বিরাটকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বাবর। তার আগেই অধিনায়ককে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছে ভক্তরা।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ঘরে ফিরলেন শচীন

অনেকেই বাবর আজমকে ‘ওয়ানডে ক্রিকেটের নতুন রাজা’ হিসেবে অ্যাখায়িত করেছেন। কেউ কেউ ক্রিকেটে ‘মুঘল ই আজম’ যুগ শুরু হয়েছে বলে দাবি করছেন।

২৬ বছর বয়সী বাবর ওয়ানডেতে ৮০ ম্যাচ খেলে এই পর্যন্ত ৩ হাজার ৮০৮ রান তুলেছেন। ১৩টি শতক ও ১৭টি অর্ধশতকে তার গড় ৫৬.৮৩ রান।

আরও পড়ুন ::

Back to top button