বলিউড

মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজ-এর চেয়ারপার্সনের পদ ছাড়লেন দীপিকা

মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজ-এর চেয়ারপার্সনের পদ ছাড়লেন দীপিকা - West Bengal News 24

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজ-এর চেয়ারপার্সনের পদ থেকে সরে গেলেন।

গেলো তিন বছর ধরে এই পদ সামলাচ্ছিলেন অভিনেত্রী। পেশাগত ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন দীপিকা।

আরও পড়ুন : বক্স অফিসে রেকর্ড পবন কল্যাণের

দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ‘এমএএমআই’র চেয়ারপার্সনের দায়িত্ব সামলানোটা আমাকে সমৃদ্ধ করেছে। একজন শিল্পী হিসাবে পুরো বিশ্ব থেকে প্রতিভাদের আমার দ্বিতীয় বাড়ি মুম্বাইয়ে আনাটা আমার কর্তব্য। এ মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ আছে তাতে আমি এমএএমআই’কে যথেষ্ট সময় দিতে পারব না। এটি সেরা মানুষের হাতে রয়েছে, এটা জেনেই আমি বিদায় নিচ্ছি।

তিনি আরও জানিয়েছেন, তবে মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজ-র সঙ্গে আমার সম্পর্ক সারা জীবন থাকবে।

এর আগে এমএএমআই’র চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন আমির খানের স্ত্রী কিরণ রাও।

পরবর্তীতে ২০১৯ সালের জুলাই মাসে তার কাছ থেকে দীপিকা নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন ::

Back to top button