রাজনীতিরাজ্য

বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি কুণালের

বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি কুণালের - West Bengal News 24

শীতলকুচি কাণ্ডের ফুটেজ নিয়ে যখন সবাই সরব, সেই সময় কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় সোমবার সোশ্যাল সাইটে একটি ভিডিও শেয়ার করেছেন ।

সেটি শীতলকুচির ভিডিও বলে তিনি দাবি করেন । তার এই ভিডিও শেয়ার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ভিডিওর ফরেন্সিক তদন্তের দাবি করেছেন ।

আরও পড়ুন : কয়েকদিনের ব্যবধানে তৃণমূলের পর, বিজেপি প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা গেল গ্ল্যাম গার্ল মহিমা চৌধুরীকে

তিনি বলেন , আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি ২০১৯ এর লোকসভা ভোটের একটি বুথের ভিডিও । এটি শীতলকুচির ভিডিওই না। এটি একটি পুরনো ভিডিও। ফরেন্সিক তদন্ত হলেই স্পষ্ট হয়ে যাবে যে দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোটের আবহে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হয়েছে। এই কারণে অবিলম্বে কামারহাটির বিজেপি প্রার্থীকে শোকজ করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

শুধু তাকেই নয়, অন্যান্য বিজেপি নেতারা যেভাবে একের পর এক অন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে শীতলকুচির ভিডিও বলে দাবি করছেন তাদেরও গ্রেফতারের দাবি জানান তিনি। যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ ভিডিওটির সত্যতা যাচাই করে নি।

আরও পড়ুন ::

Back to top button