আন্তর্জাতিক

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল - West Bengal News 24

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বুধবার (১৯ মে) ভোর সাড়ে ৫টা ৪২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। সেই কম্পনের ফলে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র থেকে জানানো হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ১১১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী বলেন, বুধবার ভোর ৫টা ৪২ মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮।

অপরদিকে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

আরও পড়ুন ::

Back to top button