জাতীয়

কোভিডে মৃতের পরিবারের জন্য পেনশনের সুবিধা দিচ্ছেন মোদি

কোভিডে মৃতের পরিবারের জন্য পেনশনের সুবিধা দিচ্ছেন মোদি - West Bengal News 24

অতিমারীতে বাবা-মা দুজনকেই হারানো শিশুদের জন্য একগুচ্ছ সরকারি সাহায্যের ঘোষণা করেছেন মোদি। তবে শুধু অনাথ শিশুরাই নয়, করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও সহায়তার ঘোষণা করলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হল, পরিবারের উপার্জনকারীর কোভিডে মৃত্যু হলে এমপ্লয়িজ সেট ইনশিওরেন্স কর্পোরেশনের অধীনে তাঁর আয়ের ৯০ শতাংশ পেনশন হিসেবে পরিবারকে দেওয়া হবে। ২০২০ সালের ২৪ মার্চ থেকে ২০২২ সালের ২৪ মার্চ সময়সীমার মধ্যে যাঁরা করোনায় মারা গিয়েছেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।

এর সঙ্গে বাড়ানো হচ্ছে বিমার পরিমাণও। ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭ লক্ষ। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া এই বিমার সব থেকে কম পরিমাণ হবে ২.৫ লক্ষ টাকা। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে শিথিল করা হচ্ছে কিছু নিয়মও। একই সংস্থায় কর্মরত না হলেও চলবে, মৃত্যুর আগে এক বছরের মধ্যে সংস্থার বদলেও পাওয়া যাবে এই পেনশনের সুবিধা।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button