পূর্ব মেদিনীপুর

কেরালার বন্যা থেকে ইয়াস, সদা জাগ্রত পঁচেটগড় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা

কেরালার বন্যা থেকে ইয়াস, সদা জাগ্রত পঁচেটগড় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা - West Bengal News 24

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো পঁচেটগড় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের টেঙ্গরামারি এলাকায় প্রায় শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার চাল , ডাল, আলু, চিড়া, বিস্কুট, পানীয় জল, মেডিসিন, স্যানিটাইজার, মাস্ক, তুলে দেন তাঁরা।

উপস্থিত ছিলেন পঁচেটগড় হাই স্কুলের প্রধান শিক্ষক দেবকিনন্দন রায়, রামকৃষ্ণ দিন্ডা, গোপাল চন্দ্র শ্যাসমল, অমল কুমার দাস, মীনকেতন মিশ্র, শংকর কুমার ধাড়া, পবিত্রমোহন দাস অধিকারী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পটাশপুর দু নম্বর ব্লকের পঁচেট থেকে মাল বোঝাই গাড়ি করে ত্রান সামগ্রী নিয়ে তাঁরা বিতরণ স্থানে পৌঁছায়। প্রথমে এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথাবার্তা বলে সেই মতো তালিকা প্রস্তুত করে ১৬০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

পঁচেটগড় হাই স্কুলের প্রধান শিক্ষক দেবকিনন্দন রায় বলেন “শিক্ষক হিসেবে মানুষের দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমরা এদিন ত্রাণ দিলাম। আগামী দিনেও আমাদের বিদ্যালয় মানুষের দুর্দিনে তাঁদের পাশে সাধ্যমতো দাঁড়াবে।”

আরও পড়ুন ::

Back to top button