খেলা

টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের পর এবার অনুমোদন পেলো নাইন্টি-নাইন্টি ক্রিকেট

90-NINETY BASH : টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের পর এবার অনুমোদন পেলো নাইন্টি-নাইন্টি ক্রিকেট - West Bengal News 24

টি-টোয়েন্টি, টি-টেন বা দ্য হান্ড্রেড ক্রিকেটের পর এবার শুরু হচ্ছে নাইন্টি-নাইন্টি (নাইন্টি-৯০)। যা নাইন্টি-ব্যাশ নামেও পরিচয় পেতে যাচ্ছে মাঠে।

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নাইন্টি-ব্যাশের প্রথম সংস্করণ শুরু হবে আগামী বছর।

ছেলে খালাফ বুখাতিরের সঙ্গে নতুন এই ক্রিকেট টুর্নামেন্টের পেছনে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। যিনি ৮০ ও ৯০ দশকে শারজাহকে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজ্য গড়েন মরুর বুকে।

এ ছাড়া তাদের সঙ্গে আছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

বিশ্বের কয়েকটি সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই নতুন লিগের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে। আয়োজকেরা জানান ও দাবি করেন, এই লিগ উদীয়মান ও আইকনিক ক্রিকেটার তারকাদের নিয়ে শুরু হবে।

আরও পড়ুন ::

Back to top button