কলকাতা

বুধের ভোররাতে কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন

বুধের ভোররাতে কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন - West Bengal News 24

ফের অগ্নিকাণ্ড শহরে। বুধবার ভোররাতে বেলেঘাটা ডিসি অফিসে আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। এদিন ভোর ৫টা ১৫ নাগাদ বেলেঘাটায ডিসি অফিসে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, ভোরবেলা হঠাত্‍ই ডিসি অফিসের দোতলা থেকে আগুন আর ধোঁয়া দেখা যায়।

পুলিশের তরফ থেকেই এরপর দমকলে খবর দেওয়া হয়। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ। গতকাল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এক রাসায়নিক কারখানায় এই আগুন লেগেছিল। পর পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল অগ্নিদগ্ধ কারখানার ভিতরে।

আহত হয়েছিলেন বেশ কিছু মানুষ। কয়েক ঘণ্টা ধরে মহেশতলার ওই কারখানায় আগুন জ্বলছিল। তা নেভাতে কার্যত হিমশিম খাচ্ছিলেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু কেন শহর ও শহরতলিতে বারবার এই ধরনের অগ্নিকাণ্ড ঘটছে, এত ঘন ঘন কেন আগুন লাগছে, কেন তা নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button