খেলা

অলিম্পিকের সেমিফাইনালে পিভি সিন্ধু, কোয়ার্টার ফাইনালে হারালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে

Tokyo Olympic 2020 : অলিম্পিকের সেমিফাইনালে পিভি সিন্ধু, কোয়ার্টার ফাইনালে হারালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে - West Bengal News 24

কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে হারিয়ে টোকিও অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। পি ভি সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ২১-১৩ ও ২২-২০। আগামীকাল সেমিফাইনাল খেলতে নামবেন সিন্ধু।

এবারের অলিম্পিকে ভারতীয় তারকা পি ভি সিন্ধুর বিজয়রথ এখনও অব্যাহত। শুক্রবার ম্যাচের আগে প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন হায়দরাবাদি শাটলার। রিও অলিম্পিকে রূপো জয়ী সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিকেও পদক জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী।

গতকালের ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করেন সিন্ধু। প্রথম সেট ২১-১৫ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় শাটলার। ডেনিশ তারকা মিয়া ব্লিচফেল্ডট কার্যত পাত্তাই পায়নি। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় সেটে দুরন্ত জয়ের সাথে ব্যাডমিন্টন সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান তিনি।

দুরন্ত ছন্দে ভারতীয় শাটলার পিভি সিন্ধু। ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছালেন সিন্ধু। হায়দরাবাদি শাটলার জাপানী প্রতিপক্ষের বিপক্ষে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেন। রিও অলিম্পিকে সিন্ধুর হাত ধরেই রূপো ঘরে এসেছিলো। এবার সিন্ধুর হাতে সোনা দেখতে মুখিয়ে আছে দেশবাসী। কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির বিপক্ষে ২১-১৩ গেমে প্রথম সেট জয়ের পর ২২-২০ গেমে দ্বিতীয় সেট জিতে শেষ চারে পৌঁছে যান তিনি।

অন্যদিকে মীরাবাঈ চানুর রূপো জয়ের পর ভারতের হয়ে দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা বরগোঁগাই। শুক্রবার বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে চীনা তাইপেই প্রতিদ্বন্দ্বী নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন লাভলিনা। পাঁচ রাউন্ডে লাভলিনা বাউট জেতেন ৩০-২৭, ২৯-২৮, ২৮-২৯, ৩০-২৭, ২০-২৭। প্রথম বার অলিম্পিকে অংশ নিয়েই পদক নিশ্চিত করায় লাভলিনার প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী।

তবে ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জনে ভারতকে হতাশ করলেন মনু ভাকের এবং রাহি সারনোবত দুজনেই। মনু সংগ্রহ করতে পেরেছেন ৫৮২ পয়েন্ট এবং রাহি ৫৭৩। অন্যদিকে দীপিকা কুমারী মহিলাদের তিরন্দাজীর ব্যাক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন। দক্ষিণ কোরিয়ার আন সানের কাছে হারলেন তিনি।

হারের হ্যাটট্রিকের পর শুক্রবার প্রথম জয়ের দেখা পেলো রানি রামপালের ভারত। মহিলাদের হকিতে আয়ারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে টোকিওতে প্রথম জয় পেলো দ্য ওম্যান ইন ব্লু।

ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ ব্যর্থ হলেন ১০০ মিটারের সেমিফাইনালে প্রবেশ করতে। ওভার অল ৪৬ তম স্থানে শেষ করলেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button