রাজনীতিরাজ্য

‘দুয়ারে নর্দমার জল প্রকল্প রাজ্যের’, খোঁচা শুভেন্দুর

Suvendu Adhikari : ‘দুয়ারে নর্দমার জল প্রকল্প রাজ্যের’, খোঁচা শুভেন্দুর - West Bengal News 24

নাগাড়ে বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। জল নামতেও সময় লাগছে। রাস্তায় বেরিয়ে বাসিন্দাদের ভোগান্তির একশেষ হচ্ছে। নিকাশি সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এদিকে ইতিমধ্যেই বিরোধী দলের লোকজন নিকাশি সমস্যা নিয়ে সরব হতে শুরু করেছেন। এবার সেই নিকাশি সমস্যাকে সামনে এনে খোদ তৃণমূল নেত্রীকে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘কলকাতার মানুষ দেখুন কোন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ইয়াসের পর সবাই বলেছিলেন দুয়ারে গঙ্গা। এবার বোধহয় সবাই বলবেন দুয়ারে নর্দমার জল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আগে বোধ হয় এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।’ তীব্র কটাক্ষের সুর শুভেন্দুর গলায়।

এদিকে বিজেপির কর্মী সমর্থকরাও ইতিমধ্যেই কলকাতার রাস্তায় জল জমার ছবিকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় অর্ধেক ডুবে থাকা বাসের ছবি দেখিয়ে লেখা হচ্ছে কলকাতা বাংলার মেয়েকে চেয়েছিল। আর তারই এই পরিণতি। বাস্তবিকই বাসিন্দাদের একাংশের দাবি, টানা বৃষ্টিতে একেবারে ভেসে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। নর্দমা দিয়ে জল বের হওয়ার সুযোগ নেই। এর জেরে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বহু নীচু জায়গায় জল জমে গিয়েছে।

নর্দমার নোংরা, দুর্গন্ধময় জল একেবারে বাড়ির মধ্যেও ঢুকে গিয়েছে। সেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ এমনটাই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button