খেলা

অলিম্পিক ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন

Tokyo Olympic 2020 : অলিম্পিক ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন - West Bengal News 24

টোকিও অলিম্পিক দিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে গতবারের সোনাজয়ী ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ১৯৯২ অলিম্পিকের চ্যাম্পিয়ন স্পেন। আজ (মঙ্গলবার) ছেলেদের ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল স্পেন ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক জাপানকে। ১১৫ মিনিটে মার্কো আসেনসিওর গোলে ফাইনালে উঠেছে স্প্যানিশরা।

১৯৯২ সালের পর ২০০০ সালের অলিম্পিকেও সোনা জয়ের কাছাকাছি গিয়েছিল স্পেন। কিন্তু ফাইনালে হারতে হয়েছিল। এবার তাদের সামনে আবারও সোনা জেতার সুযোগ। অন্যদিকে ২০১২ সালে জাপান সেমিফাইনালে খেলেছিল। এবার ঘরের মাঠের অলিম্পিকে ফাইনাল খেলার স্বপ্ন দেখলেও সেটা পূরণ হলো না। এখন ব্রোঞ্জের লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে লড়তে হবে জাপানকে।

সাইতামা স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে গোল পায়নি স্পেন। জাপান ফাঁকে ফাঁকে চেষ্টা করেছে। তবে গোলের দেখা পায়নি তারাও।

নির্ধারিত সময় গোলহীন থাকায় ম্যাচ গড়া অতিরিক্ত সময়ে। সেখানে ১১৫ মিনিটে স্পেন সমর্থকদের ঠোঁটে হাসি ফোটান রিয়াল মাদ্রিদ উইঙ্গার আসেনসিও। মাইকেল ওয়ারজাবালের অ্যাসিস্টে আসেনসিও লক্ষ্যভেদ করেন। বক্সের ডানপ্রান্তে থেকে ভেতরে ঢুকে নেওয়া এই উইঙ্গারের বাঁকানো শট জালে জড়ালে আনন্দে মাতে স্পেন।

আগামী ৭ আগস্ট সোনার মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন। আর আগের দিন (৬ আগস্ট) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপান খেলবে মেক্সিকোর বিপক্ষে।

আরও পড়ুন ::

Back to top button