খেলা

লড়াই করেও অধরা রয়ে গেল পদক, অলিম্পিক্সে ব্রোঞ্জ হাতছাড়া রানিদের

TOKYO OLYMPICS 2020 : লড়াই করেও অধরা রয়ে গেল পদক, অলিম্পিক্সে ব্রোঞ্জ হাতছাড়া রানিদের - West Bengal News 24

ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। মহিলা দলের সামনে সেই সুযোগ এসেছিল, কিন্তু তারা পারল না। ব্রোঞ্জ জয়ের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে মেয়েরা হারলেন ৩-৪ গোলে। তিরে এসে তরী ডুবল মেয়ে হকি দলের। পুল-এ’র ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে ১-৪ গোলে হারে ভারত। ব্রোঞ্জ পদক ম্যাচ জয় তুলে নিতে পারলে সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারতেন রানি রামপালরা, তাও হল না ফের ম্যাচ হারায়।

ম্যাচের শুরুতেই ভারতের ডি বক্সে আক্রমণ হানে গ্রেট ব্রিটেন। ২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার পেয়ে যায় ব্রিটেন। অ্যানসলেইয়ের শট প্রতিহত করেন ভারতের গোলকিপার সবিতা। ১০ মিনিটের মাথায় ব্রিটেন দ্বিতীয় পেনাল্টি কর্নার আদায় করে নেয়। তবে ট্র্যাপের সময় বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি তারা। ভারত এ যাত্রায় বিপদ থেকে বেঁচে যায়। দুরন্ত গোলকিপিং সবিতার।

১২ মিনিটের মাথায় পরপর এলি ও সারা জোনসের জোড়া আক্রমণ প্রতিহত করেন ভারতের গোলকিপার। প্রথম ১৫ মিনিটে ম্যাচ গোলশূন্য ছিল। ব্রিটেন একের পর এক আক্রমণ শানায় প্রথম কোয়ার্টারে। তবে ভারতের গোলকিপার সবিতা ছিলেন দুর্ভেদ্য। অন্তত তিনটি গোল বাঁচিয়েছেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল খেয়ে বসে ভারত। ১৬ মিনিটের মাথায় এলেনা ভারতের জালে বল জড়িয়ে দেন।

ব্রিটেন ১-০ গোলে এগিয়ে যায়। ২০ মিনিটের মাথায় ভারত প্রথম পেনাল্টি কর্নার পেয়ে যায়। তবে তা থেকে গোল করতে পারেনি। সুযোগ নষ্ট হয় এযাত্রায়। ২৩ মিনিটের মাথায় নিশা গ্রিন কার্ড দেখেন। ফলে ২ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ভারতকে খেলতে হবে ১০ জনে। ২৪ মিনিটে রবার্টসনের গোলে ২-০ লিড নেয় ব্রিটেন। ম্যাকাউলিন ভারতের ডি বক্সে ক্রস বাড়িয়ে দেন। জোরালো শটে গোল করে সারা রবার্টসন।

২৫ মিনিটে মাথায় দ্বিতীয় বার পেনাল্টি কর্নার পায় ভারত। ব্রিটেন সেভ করে পেনাল্টি কর্নার। তবে ভারত আরও একটা পেনাল্টি কর্নার পেয়ে যায়। গুরজিত কউর গোল করে ভারতের ব্যবধান কমিয়ে ১-২ করেন। ২৬ মিনিটের মাথায় ভারত ফের পেনাল্টি কর্নার পায়। ফের গোল করেন ড্র্যাগফ্লিকার গুরজিত। ভারত ম্যাচে ২-২ সমতা ফেরায়।

২৯ মিনিটের মাথায় বন্দনার গোলে ৩-২ এগিয়ে যায় ভারত। সুশীলা চানু বক্সে বল বাড়িয়ে দেন। বন্দনা জালে শট রাখতে ভুল করেননি। ভিডিও রেফালেরেলের সাহায্য নেন রেফারি। যদিও গোল বজায় থাকে। বিরতিতে ভারতীয় মেয়েরা ৩-২ গোলে এগিয়ে ছিলেন।

৩৫ মিনিটের মাথায় পিটারের শট সেভ করেন সবিতা। তবে বক্সের ভিতরে পুনরায় শট নেন পিয়ের্ন-ওয়েব। তাঁর গোলেই ম্যাচে ৩-৩ সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। ভারতীয় দল: সবিতা (গোলরক্ষক), রানি রামপাল (অধিঃ), গুরজিত কৌর, দীপ গ্রেস এক্কা, উদিতা, নিশা, নেহা, মনিকা, নভজ্যোত কৌর, নভনীত কৌর, বন্দনা।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button