রাজ্য

আবারও মৃত্যুশূন্য কলকাতা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ ও মৃত্যু

corona update in west bengal : আবারও মৃত্যুশূন্য কলকাতা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ ও মৃত্যু - West Bengal News 24

ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ ও মৃত্যু। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। করোনার বলি ৯ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা, তবে সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৭১ জন।

তৃতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি (Hooghly)। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩২,৩৭৯।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দুই ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২০২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৮৭ জন।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫, ০৩, ৫৩৫। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ৭৭৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৯,৯৯,৯৬১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

সুত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button