রূপচর্চা

ত্বকে কোন তেল কী উপকার করে

ত্বকে কোন তেল কী উপকার করে - West Bengal News 24

তেল চিটচিটে ত্বক মানেই একটা সমস্যা। কিন্তু এই ত্বকের উপকারে আবার নানা ধরনের তেলের কদরও আছে অনেক।

সরিষার তেল: ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে পারে এটি। ত্বকে ফাটা দাগ দূর করতেও কাজ করে। এ জন্য শিশুদের সরিষার তেলের মালিশ দেওয়া হয়।

তিলের তেল: তিলের দানার গুণের শেষ নেই। এ থেকেই হয় তিলের তেল। যাদের ত্বকে রোদে পোড়া ভাব আছে তারা ওই পোড়া দাগ ‍দূর করতে পারেন তিলের তেলের মাসাজের মাধ্যমে।

বাদাম তেল: চেহারায় লাবণ্য ছড়াতে বাদাম তেল মাখেন অনেকে। আবার ময়েশ্চারাইজারের কাজও করে এটি।

সূর্যমুখী তেল: এ তেলের বড় সুবিধা হলো এটি ব্যবহারে ত্বকে তেলতেলে ভাবটা থাকে না। উল্টো ত্বকে আসে সজীবতা।

জেসমিন তেল: জেসমিন তেলের সঙ্গে খানিকটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও জীবাণুমুক্ত হয়।

আরও পড়ুন ::

Back to top button