কলকাতা

রেড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্পন্ন হল কুচকাওয়াজ

রেড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্পন্ন হল কুচকাওয়াজ - West Bengal News 24

রেড রোডে করোনা বিধি মেনে শুরু হল ৭৫ তম স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠান। কলকাতা পুলিশের সিপি, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও অন্যান্য আমলাদের নিয়ে রেড রোডের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

ব্যাকগ্রাউণ্ডে জাতীয় সঙ্গীতের আবহে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা ব্রিগেড ও আধিকারিকদের সম্মান দিলেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন : ‘দেশটা সবার নিজের’, নিজের লেখা গানে ঐক্যের বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প লক্ষীর ভাণ্ডার, সেই ট্যাবলো আজ রেড রোডের রাস্তায়।

আগামীকাল থেকে দুয়ারে সরকার প্রকল্পের নতুন পর্যায়। প্রথম পর্যায়ে প্রায় ২ কোটি মানুষ সাহায্যে পেয়েছেন। সেই ট্যাবলো রেড রোডের রাস্তায়। রয়েছে দুয়ারে রেশন প্রকল্প।

আগামীকাল অর্থাত্‍ ১৬ অগস্ট খেলা হবে দিবস, সেই ট্যাবলো রাস্তায় স্বাধীনতা দিবসের মঞ্চে

স্বাধীনতা দিবসের রাজ্য়ের ১০ পুলিশ কর্তাকে সম্মান জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কলকাতার রেডরোডে কুচকাওয়াজে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মেডেল দিয়ে সম্মান জানান।

রেড রোডের উত্তর প্রান্তে নেতাজীর মূর্তি ও পুলিশ স্মারকে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী

রেড রোডে শেষ হল ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজির সঙ্গে বেড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button