আন্তর্জাতিক

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে ‍ফুরফুরে মেজাজে তালেবানরা (ভিডিও)

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে ‍ফুরফুরে মেজাজে তালেবানরা (ভিডিও) - West Bengal News 24

আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার একদিন পর ফুরফুরে মেজাজে দেখা গেছে তালেবানদের। সোমবার সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, তালেবান সদস্যরা বিনোদন কেন্দ্রে বিভিন্ন রাইডে চড়েছেন। কাবুল ভিত্তিক রয়টার্সের সাংবাদিক হামিদ শালিজি ওই ভিডিও টুইটারে শেয়ার করেন। খবর নিউজ এইটিনের।

সেখানে দেখা যায়, তালেবান যোদ্ধারা ইলেকট্রিক বাম্পার গাড়িতে চড়ে আনন্দ করছে। এসময় অনেকের হাতে বন্দুক ধরে থাকতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধারা বিনোদন পার্কের ঘোড়ায় চড়ে আনন্দ করছে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, জিমে গিয়ে ওয়ার্কআউট করছে তালেবান সদস্যরা।

আরো পড়ুন : হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১৯

আসলে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, রিপোর্টারের মাইক্রোফোন নিয়ে মানুষজনকে তালেবান সদস্যরা জানতে চাই যে, তাদের ‘শাসন’ কেমন?

মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে চলে যাওয়ার ঘোষণা দেয়ার পর মে মাসে ব্যাপক অগ্রাভিযান শুরু করে। সবশেষ গত দুই সপ্তাহ আগে ব্যাপক অগ্রগতি অর্জন করে তালেবান। শেষ পর্যন্ত মাত্র ১০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তারা।

আরও পড়ুন ::

Back to top button