রাজনীতিরাজ্য

‘বাংলায় ফিরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত’: দিলীপ ঘোষ

Dilip Ghosh : ‘বাংলায় ফিরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত’: দিলীপ ঘোষ - West Bengal News 24

তালিবানি আতঙ্কে ত্রস্ত আফগানিস্তান (Afghanistan)। সেদেশের ভয়াবহ পরিস্থিতি দেখে আঁতকে উঠেছে বিশ্ব। তালিবানের দেশে আটকে বাংলারও বহু মানুষ। তাঁদের ঘরে ফেরা নিয়ে রীতিমতো সংশয়ে পরিবার। এই পরিস্থিতিতে মোদির উপর ভরসা রাখার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবারই রাজ্যের তরফে জানানো হয়েছে আফগান ভূমে আটকে পড়েছেন বাংলার ২০০ জন। তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘লকডাউনের সময়ও প্রধানমন্ত্রী মোদিজি দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। এবারও তিনিই ব্যবস্থা করবেন ভরসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।’ আরও একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি।

আরো পড়ুন : আফগানিস্তান থেকে ফেরত আসা রানাঘাটের দুই যুবকের অভিজ্ঞতার গল্প (দেখুন ভিডিও)

রাজ্যবাসীর সুবিধার্থে ফের দুয়ারে সরকার চালু করেছে রাজ্য। সেখানে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। সেই প্রসঙ্গেও রাজ্যকে তোপ দাগলেন দিলীপ। প্রশ্ন তুললেন কর্মসংস্থান নিয়ে। তাঁর কথায়, কেন টাকার জন্য মানুষকে এভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে? বাংলা ডায়েরি প্রসঙ্গেও রাজ্যকে বিঁধলেন বিজেপি সাংসদ।

আরো পড়ুন : মর্মান্তিক! কল্যাণীতে করোনায় মৃত গৃহকর্তা, শোকে আত্মঘাতী স্ত্রী-মেয়ে

উল্লেখ্য, পেটের টানে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ গিয়েছিলেন আফগানিস্তানে। তাঁরা ভাবতেও পারেননি এহেন বিপদ তাঁদের অপেক্ষায়। কয়েকমাস আগে থেকেই অশান্তি বাড়তে থাকে আফগানিস্তানে। তবে এত সহজে তালিবানরা কাবুল দখল করে নেবে তা হয়তো ভাবেননি কেউই। তাই ক্রমাগত অশান্তি বাড়তে থাকলেও সে দেশ ছেড়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নেননি বহু মানুষ। অবশেষে তালিবানরা কার্যত গোটা আফগানিস্তান দখল করে নিতেই দেশ ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কোনও মতে প্রাণ নিয়ে তালিবানদের দেশ ছাড়তে চাইছেন প্রত্যেকেই।

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button