জাতীয়

লম্বা লড়াই, ১৪ বছরের ভারতীয় মেয়ে যাচ্ছে NASA-এ !

লম্বা লড়াই, ১৪ বছরের ভারতীয় মেয়ে যাচ্ছে NASA-এ ! - West Bengal News 24

নাসায় যাচ্ছে ১৪ বছরের দীক্ষা। নাসার এমএসআই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে সুযোগ পেয়েছে সে। দীক্ষার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার এমন সহপাঠীরা।

মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের বাসিন্দা দশম শ্রেণির দীক্ষা শিন্ডে। অন্যান্য মেধাবী পড়ুয়াদের মতোই তাঁর স্বপ্ন ছিল নাসায় যোগ দেওয়া। এর জন্য থিসিস পেপার লিখে পাঠাতে থাকে সে। প্রথমে যে পেপারটি পাঠায় তাতে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে দীক্ষা।

আরো পড়ুন : দেশে নতুন করোনা আক্রান্ত ৩৪ হাজার, মৃত ৩৭৫ জন

কিন্তু নাসা তা বাতিল করে দেয়। এরপর আরও একটি পেপার পাঠালে তাও ফিরিয়ে দেওয়া হয়। শেষে ব্ল্যাক হোল নিয়ে থিসিস লিখে পাঠায়। সেটি পছন্দ হয় নাসার এবং দীক্ষাকে এমএসআই ফেলোশিপের ভার্চুয়াল প্যানেলে আসার আমন্ত্রণ জানিয়েছে।

দীক্ষার বাবা স্কুলশিক্ষক এবং মা গৃহশিক্ষক, ফলে লেখাপড়ার আবহাওয়া বরাবরই ছিল বাড়িতে। মেয়ের কীর্তিতে গর্বিত বাবা-মা। জানা গেছে, এই ফেলোশিপের জন্য টাকাপয়সা পাবে দীক্ষা। পরে এ নিয়ে বিভিন্ন জায়গায় কনফারেন্সও করতে পারবে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button