আন্তর্জাতিক

এবার তালিবানের হাত ধরলেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির ভাই

এবার তালিবানের হাত ধরলেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির ভাই - West Bengal News 24

তালিবানের পাশে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের আশরফ ঘানির ভাই হশমত ঘানি আহমদজাই (Hashmat Ghani Ahmadzai)। জেহাদি সংগঠনটিকে তিনি সমর্থন করেছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও-ও। আফগানভূমের (Afghanistan) প্রাক্তন প্রেসিডেন্টের ভাইয়ের এ ধরনের পদক্ষেপ যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

গত ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালিবান (Taliban)। সেদিনই দেশ ছেড়েছেন আশরফ ঘানি। এর পর ভিডিও বার্তায় তোপ দেগেছেন তিনি। ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবানদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এর মাঝেই তাঁর ভাইয়ের জেহাদি সংগঠনের পাশে দাঁড়ানোর জেরে বেড়েছে জল্পনা।

এবার তালিবানের হাত ধরলেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির ভাই - West Bengal News 24

আরো পড়ুন : চীনে তিন সন্তান নীতি চালু

সোশ্যাল মিডিয়া মারফত খবর, হশমত ঘানি আহমদজাই শুধুমাত্র প্রাক্তন প্রেসিডেন্টের ভাই নন, Grand Council of Kuchis-এর প্রধানও বটে। খবর, ইতিমধ্যে তালিবান নেতা খলিলুর রহমান এবং ধর্মীয় নেতা মুফতি মহম্মদ জাকিরের সঙ্গে দেখা করেন হশমত ঘানি। সেখানেই তালিবানদের সমর্থনের কথা জানান প্রেসিডেন্টের ভাই। এর পরই উঠছে প্রশ্ন।

তবে কি আফগানিস্তানে ফিরে আসার রাস্তা পরিষ্কার করতেই ভাইয়ের মাধ্যমে সমঝোতার বার্তা দিলেন আশরফ ঘানি। নাকি নিজের প্রাণ বাঁচাতে দাদার অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে দাঁড়ালেন হশমত ঘানি? প্রশ্নগুলির উত্তর দেবে সময়।


এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন আফগান নেতার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন দাড়িগোঁফ কামানো এক ব্যক্তি। নেটিজেনদের দাবি, জেহাদি নেতারা সাদরে যাঁকে আপ্যায়ন করছেন তিনিই প্রাক্তন প্রেসিডেন্টের ভাই। তাঁকে তালিবান শাসনের দরাজ প্রশংসাও করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি west bengal news 24 |

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button