কলকাতা

বার্গার দিয়ে অভিনব রাখি বানালেন রানাঘাটের এক শিল্পী (ভিডিও সংযুক্ত)

মলয় দে

বার্গার দিয়ে অভিনব রাখি বানালেন রানাঘাটের এক শিল্পী (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

আস্ত বার্গার দিয়ে রাখি বানালেন রানাঘাটের এক শিল্পী, মেনুতে শুধু বার্গার নয় আছে ডিমের পোচ, চিকেন প্যাটিস, এগ রোল, কি ভাবছেন কীভাবে সম্ভব এগুলো ? আসলে এগুলো একটাও আসল নয়। রানাঘাটের শিল্পী সঞ্জু কুন্ডুর শিল্পকলা, রবীন্দ্রভারতী থেকে ২০১৯ সালে আর্টস এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে ফাস্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেললিস্ট আর ২০২১ এ মাস্টার ডিগ্রী কমপ্লিট করে রানাঘাটে সঞ্জু কুন্ডু।

আরও পড়ুন : ক্রমশ সুস্থতার পথে বাংলা! গত ২৪ ঘণ্টায় কমল করোনার দৈনিক সংক্রমণ

ছোটবেলা থেকে ছবি আঁকার ও রং তুলির মাধ্যমে নতুন কিছু ফুটিয়ে তোলার প্রয়াসী ছিল তিনি। এবার তার নবতম সংযোজন বিভিন্ন ধরনের ফাস্টফুড এর প্রতিচ্ছবি তৈরি করে রাখি বানানো এবং তিনি সফল! শিল্পীর কাজে আকর্ষিত হয় রানাঘাটের মানুষেরা রাখির অর্ডার দিতে শুরু করেছে। তার এই শিল্পকলাকে কুর্ণিশ জানায় আমাদের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন ::

Back to top button