নদীয়া

আদিবাসী গ্রামে দুঃস্থ পরিবারের শিশুদের রাখি বাঁধলো সামাজিক সংগঠন সেতু (ভিডিও সংযুক্ত)

মলয় দে

আদিবাসী গ্রামে দুঃস্থ পরিবারের শিশুদের রাখি বাঁধলো সামাজিক সংগঠন সেতু (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

রাখি বন্ধন উৎসব উপলক্ষে বর্ণ ধর্ম নির্বিশেষে মানব সমপ্রীতির বন্ধনকে আরো বেশি করে অটুট করতে এক অভিনব উদ্যোগ নিল এক পরিবার। তবে এক সামাজিক সংগঠনের সহযোগিতায় যৌথ উদ্যোগে গ্রামের ১৫০ টি দুস্থ পরিবারের শিশুদের কে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে রাখি পরিয়ে মধ্যাহ্নভোজনের আয়োজন।

রবিবার রাখি বন্ধন উৎসব, সেই উপলক্ষেই শান্তিপুর ব্লকের রাজাপুকুর গ্রামে পৌঁছে গেল শান্তিপুরের সামাজিক সংগঠন সেতু পরিবার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপুর বল্লভাচার্য পাড়ার বাসিন্দা সুবীর বসাক তার একমাত্র কন্যা প্রিয়াঙ্কা বসাকের শুভ জন্মদিন।

আরও পড়ুন : বার্গার দিয়ে অভিনব রাখি বানালেন রানাঘাটের এক শিল্পী (ভিডিও সংযুক্ত)

সেই উপলক্ষেই আজকের এই দিনটিকে বেছে নিয়েছেন তারা, তাদের পরিবারের ইচ্ছা বাড়িতে জন্মদিন পালন না করে দুস্থ পরিবারের শিশুদেরকে রাখীবন্ধনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখি পরিয়ে মধ্যাহ্নভোজন করাবেন। সেই মতোই সামাজিক সংগঠন সেতু পরিবার ও সুবীর বসাকের পরিবারের যৌথ উদ্যোগে আজ এই রাখি বন্ধনের মেল বন্ধনের মধ্য দিয়ে শুভ জন্মদিন পালন করা হয়।

স্বভাবতই রাজাপুর গ্রামের দুস্থ পরিবারের শিশুদের কে নিয়ে এইভাবে রাখি বন্ধন উৎসব পালন করাকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন গ্রামের একাংশ মানুষ।

আরও পড়ুন ::

Back to top button