রাজ্য

‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে রাজ্যে সিবিআই-র ‘স্পেশাল ১০৯’

‘ভোট পরবর্তী হিংসা’র তদন্তে রাজ্যে সিবিআই-র ‘স্পেশাল ১০৯’ - West Bengal News 24

ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে খুন এবং ধর্ষণের ঘটনায় তদন্ত করবে সিবিআই আধিকারিকরা। আদালতের নির্দেশ অনুযায়ী ভোট পরবর্তী হিংসার তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তের জন্য ১০৯ জন অফিসারকে নিয়ে ৪ বিশেষ দল গঠন করল সিবিআই।

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে সিবিআইয়ের একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। এবার চারটি দলে থাকবেন ২১ জন করে ৮৪ জন এএসপি, ডিএসপি মর্যাদার অফিসার। এই ৪ বিশেষ দলের তত্ত্বাবধানে থাকছে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ২৫ জন গোয়েন্দা কর্তা। এর পাশাপাশি গতকালই ভোট পরবর্তী হিংসা মামলায় নজরদারি বাড়াতে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব পেলেন অখিলেশ সিং।

আরো পড়ুন : মজুত রাখা বোমা বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর বাড়ি, গুরুতর আহত তাঁর মা

এতদিন পর্যন্ত সিবিআইয়ের ডিআইজি পদে ছিলেন অখিলেশ সিং। কয়লা, গরু এবং নারদ মামলার দায়িত্ব সামলানোর দায়িত্বে ছিলেন অখিলেশ সিং। এবার অখিলেশ সিং-‌কে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলানোর ভার দেওয়া হল। প্রসঙ্গত, অখিলেশ সিং-‌কে অতিরিক্ত দায়িত্বে আনা গুরুত্বপূর্ণ বিষয়।

ভোট-পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করবেন অখিলেশ সিং। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় নারদ, গরু পাচার ও কয়লা পাচার মামলার তদন্ত চলছিল অখিলেশ সিংয়ের নেতৃত্বে। খুন, ধর্ষণের ঘটনার তদন্ত করবেন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের প্রধান অখিলেশ সিং।

ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতের নির্দেশে কিছুটা চাপে রাজ্যের শাসক দল। আদালতের নির্দেশে স্বস্তিতে গেরুয়া শিবির। অখিলেশ সিংয়ের মতো আধিকারিকের দক্ষতা এবং কৌশলের উপর ভর করেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সিবিআই।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button