নদীয়া

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সচেতনতাকে গুরুত্বপূর্ণ করতে বাউল গানের মধ্য দিয়ে প্রচার স্বপন দত্ত বাউলের

মলয় দে

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সচেতনতাকে গুরুত্বপূর্ণ করতে বাউল গানের মধ্য দিয়ে প্রচার স্বপন দত্ত বাউলের - West Bengal News 24

নরম এ গরমে সচেতনতা! এর আগেও জেলাজুড়ে পুলিশের ধরপাকড় চোখ রাঙানি লক্ষ্য করেছি আমরা। তাতেও যাদের হুঁশ ফেরেনি তাদের জন্য শিল্পী বেঁধেছেন গান!

বিনোদনের মাধ্যমেও নড়তে পারে টনক! এমন বিশ্বাসেই বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতার প্রচার রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তর। জানা যায় বিখ্যাত বাউল শিল্পীর বাড়ি বর্ধমান জেলায়, করোনার প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল সারাদেশে।

তখন সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যের বিভিন্ন জায়গায় বাউল গানের মধ্যে দিয়ে প্রচার অভিযান করেন বাউল শিল্পী স্বপন দত্ত। এবার করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নদীয়ার শান্তিপুরের বিভিন্ন বাজার সহ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে করোনার সচেতনতার গান গাইলেন বাউল গানের মধ্যে দিয়ে।

আরও পড়ুন : দ্রুত শিক্ষাঙ্গনে পঠন-পাঠন চালু করার দাবিতে মানববন্ধন করলো ছাত্র সংগঠন ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন

এছাড়াও বিভিন্ন যানবাহনের যাত্রীদের কেউ সচেতন করলেন বাউল গানের মধ্যে দিয়ে। শিল্পী স্বপন দত্ত জানান, করোনার তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা শিশুদের মধ্যে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই রাস্তায় ঘুরে ঘুরে আমার এই বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার যাতে মানুষ সতর্ক হতে পারে এছাড়াও মুখে মাস্ক পরে।

আমি বাউল গানের মধ্য দিয়ে সবাইকে সচেতন করছি, মুখে মাস্ক পড়ুন দূরত্ব বজায় রেখে চলুন। কারন আপনাদের মধ্যে নতুন করে কেউ যদি করোনায় আক্রান্ত হন তাহলে আপনার পরিবারের শিশুরা আক্রান্ত হবে। আপনারা সুরক্ষিত থাকলেই শিশুরাও সুরক্ষিত থাকবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুরাই।

আরও পড়ুন ::

Back to top button