জাতীয়

আফগানিস্তান থেকে ভারতে আসার চেষ্টা হলে যোগ্য জবাব তালিবানকে, হুঁশিয়ারি তিন সেনার প্রধান বিপিন রাওয়াতের

Bipin Rawat : আফগানিস্তান থেকে ভারতে আসার চেষ্টা হলে যোগ্য জবাব তালিবানকে, হুঁশিয়ারি তিন সেনার প্রধান বিপিন রাওয়াতের - West Bengal News 24

আফগানিস্থান থেকে সন্ত্রাসবাদীদের কোনও অংশ যদি দেশে প্রবেশ করার চেষ্টা করে তবে তার কড়া জবাব দেবে ভারত। দেশের মধ্যে যেভাবে সন্ত্রাসবাদ দমনে ভূমিকা নেওয়া হয় সেভাবেই তাদের সঙ্গে ব্যবহার করা হবে। একেবারে সাফ জানিয়ে দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তিনি আরও জানিয়েছেন, এব্যাপারে কোনও ইনটেলিজেন্স ইনপুট পেলে তাকে স্বাগত জানাচ্ছি।

আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইতে এটি কার্যকরী হবে। বিপিন রাওয়াত জানিয়েছেন, ‘আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি যে যাতে আফগানিস্থান থেকে কোনও কার্যকলাপ ভারতে না আসে। তবে এরকম হলে ভারত যেভাবে সন্ত্রাসবাদ দমন করে সেই রাস্তাতেই তা দমন করা হবে।’

আরো পড়ুন : সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিমাসে ৪৫০০ টাকা বেতন বাড়ল

‘The India-US Partnership: Securing the 21st Century’শীর্ষক একটি আলোচনাসভায় তাঁর সঙ্গে মার্কিন সেনাকর্তা জন অ্যাকুইলিনো উপস্থিত ছিলেন। রাওয়াত জানিয়েছেন, তালিবান যে আফগানিস্তান দখল করবে এটা অনুমান করেছিল ভারত।মঙ্গলবারই UN Human Rights Council এর সেশনে ভারত এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ‘গোটা রিজিয়নে অস্থিরতা তৈরির জন্য আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসবাদী কার্যকলাপের নিরিখে ব্যবহার করা হবে এটা ভারত প্রত্যাশা করে না।

আরও পড়ুন : বিশ্বাসঘাতকতা করছিল প্রেমিকা! চরম হতাশায় আত্মঘাতী বিজেপির যুবনেতা

এদিকে ইউনাইটেড নেশনসে ভারতের স্থায়ী প্রতিনিধি ইন্দ্রমণি পাণ্ডে জানিয়েছেন, ‘ভারত প্রত্যাশা করে আফগান মহিলাদের, আফগান শিশুদের ও সংখ্যালঘুদের অধিকার যেন সুরক্ষিত থাকে। নতুন জীবন শুরু করার জন্য যদি কোনও আফগান শরনার্থী ভারতে আসতে চান তবে তাঁদের আশ্রয় দেবে ভারত।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button