জাতীয়

আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ল বায়ুসেনার MIG বিমান, ঘটনায় প্রাণহানি হয়নি কারও

আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ল বায়ুসেনার MIG বিমান, ঘটনায় প্রাণহানি হয়নি কারও - West Bengal News 24

রাজস্থানের বাড়মের জেলার ভুটিয়ারা গ্রামের কাছে বুধবার বড়সড় এক দুর্ঘটনা ঘটে গেল। সেখানে বায়ুসেনার একটি মিগ বিমান ভেঙে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিগ ওড়ানো পাইলট সুরক্ষিত রয়েছেন আর কারও প্রাণহানিও হয়নি। ঘটনার খবর পেতেই পুলিশ প্রশাসনের বড়বড় আধিকারিকরা সেখানে পৌঁছান। এছাড়াও বায়ুসেনার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি।

বিমানটি যেখানে ভেঙে পড়েছিল, সেখানে কয়েকটি ঝুপড়ি আর কাঁচা বাড়ি ছিল। বিমান সেখানে ভেঙে পড়ার কারণে কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। যদিও কারও প্রাণহানি হয়নি এই ঘটনায়। গ্রামবাসীরা মাটি আর জল দিয়ে আগুন নেভায়।

আরো পড়ুন : আফগানিস্তান থেকে ভারতে আসার চেষ্টা হলে যোগ্য জবাব তালিবানকে, হুঁশিয়ারি তিন সেনার প্রধান বিপিন রাওয়াতের

শোনা যাচ্ছে যে, প্রযুক্তিগত সমস্যার কারণেই বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে। বিমানটি বাড়মের জেলার উত্তলরাই এয়ারবেস থেকে উড়েছিল। আর এরপরই সেটি কিছুদূর গিয়ে ভেঙে পড়ে।

এই সময় পাইলট বোঝাপড়া দেখান এবং বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যান। এর পরে পাইলট নিজেকে বের করে দেয়, যার কারণে তার জীবন রক্ষা পায়। বর্তমানে, বিমান বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

সূত্র: বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button