আন্তর্জাতিক

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান তালেবানের

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান তালেবানের - West Bengal News 24

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার পরামর্শ দিয়েছে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে সরকার গঠনের অপেক্ষায় থাকা তালেবান।

শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্র ও প্রদেশের সব নারী কর্মীকে তাদের কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নারী কর্মীরা ইসলামি আমিরাতের কাছ থেকে তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।

আরো পড়ুন : কাবুল বিমানবন্দরের বাইরে হামলার প্রতিশোধ নেওয়া হবে: বাইডেন

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটি থেকে বহু প্রশিক্ষিত এবং শিক্ষিত আফগান দেশ ছেড়ে পালালে চাপে পড়ে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ৩১ আগস্টের মধ্যে। সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর অপ্রত্যাশিত গতিতে রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button