রাজনীতিরাজ্য

‘যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব’,পারলে তৃণমূলকে আটকে দেখাও, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee : ‘যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব’,পারলে তৃণমূলকে আটকে দেখাও, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের - West Bengal News 24

আর শুধু বাংলায় নয়, এবার গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, ‘যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব। ধমকে চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না।’ তুলে আনলেন বাংলায় বিজেপির পরাজয়ের কথা।

আরো পড়ুন : কয়লা পাচারকাণ্ডে সস্ত্রীক অভিষেক ব্যানার্জিকে নোটিস পাঠাল ইডি

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভারচুয়াল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন অভিষেক। তাঁরা মিনিট সাতেকের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল ত্রিপুরার কথা। বঙ্গজয়ের পর থেকে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা দখলের উদ্দেশে ঝাঁপিয়েছে তৃমমূল। পদে পদে সেখানে বাধা পাচ্ছে ঘাসফুল শিবির। এদিন সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ারই বার্তা দিলেন অভিষেক। কী বললেন তিনি?

আরো পড়ুন : রবিবার তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন মিত্রর স্ত্রী শিখা

ভারচুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক চ্যালেঞ্জ ছোড়েন, ‘যেখানে যেখানে বিজেপি রয়েছে। সেখানে মানুষ পদদলিত। সেই রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। সেই লক্ষ্যে অবিচল আমরা।’ তাঁর কথায়, ‘ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই।’

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button