রাজ্য

রাজ্যে কোভিডে নতুন আক্রান্ত ৫১০, মৃত্যু ১১ জনের

West Bengal Corona Update : রাজ্যে কোভিডে নতুন আক্রান্ত ৫১০, মৃত্যু ১১ জনের - West Bengal News 24

রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ আরও খানিকটা স্বস্তি দিল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় শুধু দৈনিক সংক্রমণ হ্রাস-ই পায়নি, পাঁচশোর ঘরে নেমে এসেছে। তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ১১ জন। কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কল্লোলিনী তিলোত্তমা। একদিনে মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৮১ জন।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। একদিনে নতুন করে ২৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৬৯ লক্ষ ৬৭ হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরো পড়ুন : সাইকেল চোরকে পাত পেড়ে খাওয়ালেন তৃণমূল নেতা

নয়া নমুনা পরীক্ষায় আরও ৫১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪৮ হাজার ৫৮ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮৫ শতাংশে।’

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘একদিনে করোনার ছোবলে আরও প্রাণ হারিয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ওই জেলায় প্রাণ হারিয়েছেন তিন জন। কলকাতা, বাঁকুড়া ও নদিয়ায় প্রাণ হারিয়েছেন ২ জন করে। আর হাওড়া ও পুরুলিয়ায় একজন করে মারা গিয়েছেন।’

আরো পড়ুন : রেললাইনে বসে গল্পে মগ্ন প্রেমিক যুগল, ট্রেন ধেয়ে আসতেই মর্মান্তিক দুর্ঘটনা!

স্বস্তি দিচ্ছে, সুস্থতার হার-ও। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৫ লক্ষ ২০ হাজার ৭০২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশ ২৩ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১৪৮টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button