কলকাতা

​BREAKING: কলকাতা পুরসভার বিল্ডিংয়ে আগুন, পৌঁছেছে দমকল

​BREAKING: কলকাতা পুরসভার বিল্ডিংয়ে আগুন, পৌঁছেছে দমকল - West Bengal News 24

কলকাতা পুরসভার কার্যালয়ে আচমকা আগুন। লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাখার মধ্যে আগুন লাগে। ক্রমে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি দমকলের। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

শনিবার সকাল পুরসভায় কর্মী একে একে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। উপস্থিত কর্মীরা জানান, পুরসভার লাইসেন্স বিভাগের জানলা, দরজা দিয়ে আচমকাই ধোঁয়া দেখা যায়। দ্রত ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিষয়টি বোঝার জন্য অনেকেই ছুটে আসেন।

আরো পড়ুন : বিক্ষোভ উঠতেই ভর্তির নোটিশ বিশ্বভারতীতে

দেখা যায়, ধোঁয়ায় ঢেকেছে গোটা বিভাগ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দনকলে। ছুটে আসে পুলিশ কর্মীরাও। দমকল সূত্রে খবর, লাইসেন্স বিভাগের একটি পাখা থেকেই আগুন লাগে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুন নেভানোর কাজে প্রথমে পুরসভার কর্মীরাই হাত লাগায়। পরে দমকলের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনে। এক কর্মী জানান, সিলিং পাখার মধ্যেই কোনও সমস্যা হয়েছিল। সেখান থেকেই আগুন ছডি়য়ে পড়ছিল। তবে খুব বেশি আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ওই বিভাগের কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিমাণ অবশ্য এখনও জানা যায়নি।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button