আন্তর্জাতিক

এবার সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করছে আমেরিকা

এবার সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করছে আমেরিকা - West Bengal News 24

সিরিয়ার তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে পরাজয়ের পর এই পদক্ষেপ নিল জো বাইডেনের প্রশাসন।

ইরানি টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম।

যে তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে একটি ছিল অত্যন্ত বিতর্কিত যার অবস্থান ছিল সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে।

বাকি দুটি ঘাঁটির অবস্থান ছিল সিরিয়ার দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের সীমান্তবর্তী কামিশলি এলাকায়।

আরো পড়ুন : এবার কি হেরে যাবে আফগানের পাঁচ সিংহ

২০১১ সালে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক অভিযান চালায় আমেরিকা ও তার মিত্র কয়েকটি দেশ।

এরপর ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া।

আরও পড়ুন ::

Back to top button