জাতীয়রাজনীতি

দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য দায়ি তালিবান! আজব দাবি বিজেপি বিধায়কের

Aravind Bellad : দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য দায়ি তালিবান! আজব দাবি বিজেপি বিধায়কের - West Bengal News 24

ভারতের রাজনীতিতে বারবার করে এসে পড়ছে তালিবান এবং আফগান প্রসঙ্গ। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রসঙ্গ তুলছেন বিজেপির নেতাকর্মীরা। এবার যেমন কর্নাটকের বিধায়ক দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার জন্য আফগানিস্তানের উত্তেজনাকেই দায়ী করলেন। এও বললেন, ভোটাররা সমস্তটাই বুঝতে পারছেন।

কর্নাটকের হুবলি-ধলওয়াড় পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক অরবিন্দ বেল্লাড়। দেশে এই মুহূর্তে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ে প্রবল প্রতিবাদের মুখে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু এই মূল্যবৃদ্ধির জন্য আদতে দায়ী আফগানিস্তানে তালিবানি অভ্যুত্থান, বললেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, ‘আফগানিস্তানে তালিবান সমস্যার কারণে অপরিশোধিত তেলের জোগানে সমস্যা দেখা দিয়েছে। এই কারণেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে।’

আরো পড়ুন : কিশোরীর পাকস্থলীতে ২ কেজি চুল, কীভাবে এল জেনে অবাক চিকিৎসকেরা

এর আগে এক বিজেপি নেতা এক সাংবাদিককে আফগানিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ তাঁকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকটি। বিজেপি নেতা বলেন, ‘আফগানিস্তানে তালিবানের কাছে চলে যান। ওখানে পেট্রোল-ডিজেল ৫০ টাকা প্রতি লিটার।’ আর পদ্ম শিবিরের নেতার বক্তব্য, তেলের দাম বাড়লেও অন্তত আফগানিস্তানের মতো অবস্থা নয় ভারতের। তা নিয়েই খুশি হওয়া উচিত।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button