রাজ্য

সুস্থ হচ্ছে বাংলা, এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ

West Bengal Corona Update : সুস্থ হচ্ছে বাংলা, এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ - West Bengal News 24

টানা কয়েকদিন বাদে স্বস্তি দিয়ে রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ এক ধাক্কায় সাতশোর ঘর থেকে পাঁচশোর ঘরে নেমে এল। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০৫ জন। তবে দৈনিক সংক্রমণ হ্রাস পেলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে দৈনিক সংক্রমণের হার। দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেট ১ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৫০৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬ জনে। করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জন প্রাণ হারানোয় রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ১৮ হাজার ৫১৫ জন।’

আরো পড়ুন : নিম্নচাপের প্রভাবে বৃষ্টি রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতাও!

রাজ্যে করোনা থেকে সুস্থতার হারও আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৪ জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৬ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭২টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮০ জনে।’

কলকাতার করোনা পরিস্থিতি কিছুটা হলেও উদ্বেগে রেখেছে স্বাস্থ্য আধিকারিকদের। রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কল্লোলিনী তিলোত্তমা। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় ফের করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন শতাধিক মানুষ। ১০৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ জন।’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button