জানা-অজানা

নথিভুক্ত ফোন নম্বর ছাড়াই যেভাবে ডাউনলোড করবেন আপনার আধার কার্ড, স্টেপ বাই স্টেপ পদ্ধতি

How to download Aadhaar without registered mobile number : নথিভুক্ত ফোন নম্বর ছাড়াই যেভাবে ডাউনলোড করবেন আপনার আধার কার্ড, স্টেপ বাই স্টেপ পদ্ধতি - West Bengal News 24

ফোন নম্বর নথিভুক্ত নেই? তারপরও ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। এমনই সুযোগ দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই)। আধার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-তে যান। সেইসঙ্গে যে আধার কার্ড গ্রহীতাদের মোবাইল ফোন বা কম্পিউটার নেই, তাঁরাও ডাউনলোড করতে পারবেন।

এমনিতে আধার কার্ড ডাউনলোডের জন্য বাধ্যতামূলক ওটিপি পাঠানো হয়। আগে শুধুমাত্র নথিভুক্ত ফোন নম্বরেই সেই ওটিপি আসত। এখনও ওটিপি আসবে। তবে সেই ফোন নম্বর নথিভুক্ত না থাকলেও ওটিপি আসবে। নথিভুক্ত ফোন নম্বর ছাড়া কীভাবে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন?

স্টেপ বাই স্টেপ পদ্ধতি : 

১) ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-তে যান।

২) ‘My Aadhaar’-র ট্যাবে ‘Order Aadhaar reprint’ ক্লিক করুন।

How to download Aadhaar without registered mobile number : নথিভুক্ত ফোন নম্বর ছাড়াই যেভাবে ডাউনলোড করবেন আপনার আধার কার্ড, স্টেপ বাই স্টেপ পদ্ধতি - West Bengal News 24

৩) ১২ ডিজিটের আধার নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (ভিআইডি) টাইপ করুন।

৪) সিকিউরিটি বা ক্যাপচা কোড দিয়ে নিজের তথ্য যাচাই করে নিন।

৫) তারপর ‘My mobile is not registered’ ক্লিক করুন। তারপর আপনার বিকল্প বা নথিভুক্ত করা নেই, এমন মোবাইল নম্বর দিন।

৬)Terms and Conditions’ ও ‘Send OTP’-তে ক্লিক করুন।

৭) ‘Submit’ করুন।

৮) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। ‘Preview Aadhaar Letter for further verification for reprint’ অপশন দেবে।

৯) ‘Make Payment’-এ ক্লিক দেখুন এবং পিডিএফ ডাউনলোড করার জন্য ডিজিটাল স্বাক্ষর দিন।

১০) এসএমএসের মাধ্যমের সার্ভিস রিকোয়েন্ট নম্বর পাবেন। নিজের আধার কার্ডের স্টেটাস দেখতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button