আন্তর্জাতিক

রাশিয়া থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে বেলারুশ

রাশিয়া থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনছে বেলারুশ - West Bengal News 24

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। এরমধ্যে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

গত বৃহস্পতিবার মস্কো সফর করেন বেলারুশের প্রেসিডেন্ট। এ সময় করে তার দেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

আরও পড়ুন : ৯/১১’র সন্ত্রাসী হামলার নথি প্রকাশ করল এফবিআই

লুকাশেঙ্কো বলেন, “আমি রাশিয়ার নেতৃত্ব, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি কৃতজ্ঞ এইজন্য যে, তারা আমাকে অস্ত্র বিক্রির ব্যাপারে একটি পরিপূর্ণ তালিকা দিতে সম্মত হয়েছে। ২০২৫ সালের মধ্যে এসব অস্ত্র কেনা হবে।

এর মধ্যে থাকবে কয়েক ডজন বিমান যার মধ্যে কয়েকটি বেলারুশে পৌঁছে গেছে। এছাড়া থাকবে কয়েক ডজন হেলিকপ্টার, টিওআর-এমটু। তবে আমি সবগুলোর নাম ও পরিমাণ বলবো না, এটি খুব বড় গোপনীয় কিছু নয়। রাশিয়ার কাছ থেকে বেশি অর্থের অস্ত্র কিনব।

আরও পড়ুন ::

Back to top button