আন্তর্জাতিক

কাবুলে বন্দুক ঠেকিয়ে এক ভারতীয় ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবানরা!

কাবুলে বন্দুক ঠেকিয়ে এক ভারতীয় ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবানরা! - West Bengal News 24

মসনদে বসার পর থেকেই তাদের আসল স্বরূপ দেখাতে শুরু করেছে তালিবান (Taliban)। সামনে এসেছে নৃসংশতার চিত্রও। গুলি-বোমা-ববারুদ যেন এখন আফগানদের নিত্যসঙ্গী। নির্বিচারে খুন হয়েছে সাধারণ মানুষ। এবার এক আফগান বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে অপহরণ করা হল কাবুল থেকে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে কাবুল থেকে গানপয়েন্টে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বলে খবর।

কাবুলে ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্ট পুনিত সিং চাঁদলোকের অভিযোগ, ৫০ বছর বয়সী আফগান বংশোদ্ভূত বাঁসরিলাল আরেন্দাকে অপহরণ করেছে তালিবান। গোটা বিষয়টি তিনি ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছেন বলেও খবর। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য ভারতের সাহায্য চেয়েছেন পুনিত। তাঁর কাতর আর্জি, ‘আফগানিস্তানের (Afghanistan) হিন্দু-শিখ কমিউনিটির থেকে আমি বিষয়টি জানতে পেরেছি।

বাঁসরিলালকে মঙ্গলবার সকাল আটটা নাগাদ ভিসিনিটি দোকানের সামনে থেকে অপহরণ করা হয়। তাঁর একটি নিজস্ব ফার্মেসি রয়েছে। কর্মচারিদের নিয়ে দোকানে যাওয়ার সময়ই তাঁকে অপহরণ করে তালিবরা।’ জানা গিয়েছে, মাথায় বন্দুক ঠেকিয়ে বাঁসরিলাল ও তাঁর কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়। কাবুলের ১১তম পুলিশ জেলায় তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বাঁসরিলাল ও তাঁর কর্মচারিদের উপর তালিবরা অমানবিক অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্ট।

আরও পড়ুন : ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের আন্দালুসিয়া

জানা গিয়েছে, বাঁসরিলালের পরিবার দিল্লি NCR-এ থাকে। খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন পরিবার। ইতিমধ্যেই পারিবারের তরফ থেকে কাবুলের একাধিক অঞ্চলে যোগাযোগ করা হয়েছে। বাঁসরিলালের খোঁজ চালানো হচ্ছে চারিদিকে। যদিও ঠিক কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তালিবানের তরফে ও বিষয়ে কোনও উচ্যবাচ্য করা হয়নি এখনও।

এদিকে, চরম সংকটের মধ্যে পড়েছে আফগানিস্তান। বন্ধ হয়েছে বিদেশি অনুদান। বিদেশি মুদ্রার প্রবেশ নিষেধ। দেশের ব্যাঙ্ক-ATM কার্যত অর্থশূন্য। ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো। আফগানিস্তানের সাধারণ মানুষের কাছে খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ পৌঁছে দেওয়ার খরচ ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি।

সদস্যরাষ্ট্রগুলির থেকে এই অনুদান সংগ্রহের জন্য জেনেভাতে একটি সম্মেলন ডেকেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তিনিও গুতেরেস। সেখানে রেড ক্রসের মতো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ছাড়াও হাজির থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এতদিন আফগানিস্তানের সরকারি বাজেটের দুই-তৃতীয়াংশেরও বেশি আসত আন্তর্জাতিক অনুদান থেকে। কিন্তু ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করার পর থেকে আমেরিকা সহ প্রায় সব দেশ আফগানিস্তানে অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দিয়েছে। বিদেশি মুদ্রার ভান্ডারে আফগানিস্তানের প্রবেশাধিকার রদ করেছে আমেরিকা ও আন্তর্জাতিক অর্থভান্ডার।

সূত্র: এই সময়

আরও পড়ুন ::

Back to top button