রাজনীতিরাজ্য

ভবানীপুরে প্রিয়াঙ্কাকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ‘গণতান্ত্রিক অধিকার’, বললেন ফিরহাদ

Bhabanipur By Poll : ভবানীপুরে প্রিয়াঙ্কাকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ‘গণতান্ত্রিক অধিকার’, বললেন ফিরহাদ - West Bengal News 24

সামনেই ভবানীপুরে উপনির্বাচন। জোরকদমে প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুরের মানুষের মন জয় করতে মরিয়া প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মানুষের বাড়ি বাড়ি প্রচারে যান তিনি। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারের মাঝেই তাঁকে ঘিরে ‘‌জয় বাংলা’‌ স্লোগান দেন তৃণমূলের কর্মী-‌সমর্থকরা।

মমতা ব্যানার্জির নামে স্লোগান দিতে থাকেন স্থানীয় তৃণমূল নেতা-‌কর্মীরা। যদুবাবুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি প্রার্থীর প্রচার কিছুদূর এগোতেই স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তৃণমূল কর্মীরা স্লোগান তুলতে শুরু করেন। যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘আমি বাচ্চা মেয়ে হলে এত ভয় পাচ্ছে কেন তৃণমূল। তৃণমূল তো আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে। তৃণমূল বলছে মনোনয়ন দিতে আমি অনেক লোক নিয়ে গিয়েছিলাম, কোভিড নিয়ম মানিনি। যা বলার কমিশনকে আমি বলব। আমার সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিল। শুভেন্দুদা একই গাড়িতে ছিলেন।

আরও পড়ুন : বিধানসভার এক্তিয়ারে হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্যপাল, তোপ বিমানের

বাকি নেতারা আমার সঙ্গে ছিলেন না। রাস্তায় যে গাড়ি চলছে সেই দায়িত্ব তো আমার নয়। কোনও গাড়িতে ফ্ল্যাগ ছিল না। বাইকে অনেকে ঘুরছিলেন তাঁরা কেউ আমার দায়িত্বে ছিলেন না। লোকজনকে কেন জড়ো হতে দিয়েছে পুলিশ? আমার নামে এসব বলে প্রচার বন্ধের চেষ্টা করছে তৃণমূল।’‌

অন্যদিকে মমতা ব্যানার্জির সমর্থনে জোরকদমে প্রচার চালাচ্ছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের কথায়, ‘‌স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভবানীপুরে ভোটের ফল কী হবে, তা সকলেই জানে। আমরা মানুষের দরবারে যাচ্ছি। মানুষ ভোট দেবে। বিজেপির কুত্‍সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্‍সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন বিজেপিকে।’‌

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button