বিচিত্রতা

আদালতে সাজা কমানোর আবেদন করে উল্টো মেয়াদ বাড়ল কারাদণ্ডের!

আদালতে সাজা কমানোর আবেদন করে উল্টো মেয়াদ বাড়ল কারাদণ্ডের! - West Bengal News 24

আদালতে সাজা কমানোর আবেদন করেছিলেন এক কয়েদি। কিন্তু আদালত উল্টো ওই কয়েদির কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)ফ্রান্সের একটি আদালতে এই ঘটনাটি ঘটেছে।

দণ্ডপ্রাপ্ত ফরাসি নাগরিক টেইলার ভিলাসের (৩১) বিরুদ্ধে সিরিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনে আদালত। খবর আরব নিউজের।

এর আগে তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার কয়েকটি ধারার ব্যাপারে আপত্তি জানিয়ে সাজার মেয়াদ কমানোর জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালত তার সাজার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন : ‘দিনে পাঁচবার যৌনমিলনও আমার জন্য যথেষ্ট ছিল না’

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আল-মুহাজিরিন (অভিবাসী) ব্রিগেড নামে একটি আইএস সমর্থক সংগঠনের সঙ্গে টেইলার ভিলাসের যুক্ত থাকার অভিযোগ আনা হয়।

কিন্তু তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার মাকেও ‘মামা জিহাদ’ নামে আখ্যায়িত করে ২০১৭ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিনবার সিরিয়া সফরের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button