কলকাতা

বাবুলকে ‘রাজনীতির বর্ণপরিচয়’ পড়ার পরামর্শ দিলীপের

বাবুলকে ‘রাজনীতির বর্ণপরিচয়’ পড়ার পরামর্শ দিলীপের - West Bengal News 24

বঙ্গ রাজনীতিতে বাবুল সুপ্রিয়-দিলীপ ঘোষ তরজা অব্যাহত। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বর্ণ পরিচয় নিয়ে বাবুলকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘যাঁরা বর্ণপরিচয় পড়েননি তাঁরা পড়ুন। আমরা মেদিনীপুরের লোক। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরও মেদিনীপুরের লোক। বিদ্যাসাগরের থেকে বর্ণপরিচয় আমরা কেন সারা দেশ পড়েছে। যাঁরা রাজনীতির বর্ণপরিচয়ই পড়লেন না, তাঁদের থেকে কী শুনব! বাবুল সুপ্রিয়র রাজনীতির বর্ণপরিচয় টা পড়া উচিত ভালো করে।’

আরও পড়ুন : ‘‌বিজেপি তো ডান্সিং ড্রাগন’‌, অসমের ঘটনা প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ মমতার

দিলীপ ঘোষ আরও বলেন, ‘শুধুমাত্র BJP-কে ঠেকানোর জন্য অধীর চৌধুরী তৃণমূলকে সহযোগিতা করেছিলেন। তাই বাংলায় কংগ্রেসের এই অবস্থা। বাংলায় আজ কংগ্রেসের একজন বিধায়ক পর্যন্ত নেই।’

প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। তারপরই দিলীপ ঘোষকে কটাক্ষ করে বাবুল বলেন, ‘দিলীপ দার সঠিক বাংলা জানা প্রয়োজন। তাই দিলীপ দাকে বর্ণ পরিচয় উপহার দিতে চাই। কারণ দিলীপ ঘোষের বাংলা ভাষা নতুন করে শেখা প্রয়োজন। কারণ দিলীপ দা যে ভাষায় কথা বলেন সেটা বাংলা নয়। বাংলা ভাষাকে কলুষিত না করে ভদ্র বাংলা ভাষা কী সেটা দিলীপ ঘোষের জানা প্রয়োজন।’

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button