জাতীয়
সিমলায় প্রবল বৃষ্টিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, দেখুন ভাইরাল ভিডিও
হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়লো একটি বহুতল ভবন।
কয়েক দিনের টানা বৃষ্টিতে ভূমিধসে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় সিমলার গোদা চৌকি এলাকায় ওই ভবন ধসের ঘটনা ঘটে।
প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুদেশ কুমার মুক্তা জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই বহুতল ভবনটি ধসে পড়ে। এতে অন্য ভবনের তেমন কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন : উত্সবের আগেই ফের চিন্তা বাড়াচ্ছে দেশের সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬,৭২৭ জন
পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই বহুতল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবে ভবনটি এভাবে ধসে পড়লেও এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন ..