জাতীয়

লাদাখ সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত, বললেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভনে

Manoj Mukund Naravane : লাদাখ সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত, বললেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভনে - West Bengal News 24

পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ঠায় দাঁড়িয়ে ভারত, চীন, দু’ পক্ষই। পরিস্থিতির ওপর নজর রয়েছে ভারতীয় সেনার। শনিবার সেনার চিফ জেনারেল এমএম নারাভনে বললেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। যে কোনও সম্ভাবনার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। সেনা প্রধান বলেন, ‘বেশি বেশি সেনা মোতায়েন করতে পরিকাঠামো বাড়িয়েছে চীন। আমরা নজর রাখছি যাতে জবাব দেওয়া যায়। আধুনিক অস্ত্রশস্ত্রের আয়োজন করেছি আমরা। আমরা শক্তিশালী, যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।’

আরও পড়ুন : পুজোর মুখে পরপর ৩ দিন বাড়ল জ্বালানির দাম, কলকাতায় আজ তেলের দাম কত?

দু’ দিনের পূর্ব লাদাখ সফরে এসেছিলেন জেনারেল নারাভনে। পার্বত্য অঞ্চলে চীনের মোকাবিলায় প্রস্তুতি কেমন চলছে তা সরেজমিনে দেখতে এসেছিলেন তিনি। সবকিছু দেখে সন্তুষ্ট জেনারেল। আগস্টের গোড়ায় দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গোগরা পয়েন্ট থেকে সেনা সরানোর চুক্তিতে সায় দেয়।

সীমান্ত থেকে সেনা সরানো নিয়ে ভারত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে বলে খবর, যাতে দুই দেশই দীর্ঘমেয়াদি ভিত্তিতে সেনা প্রত্যাহার করে। জেনারেল বলেন, ‘সমস্ত পর্যায়ে কথাবার্তা চলছে। এ নিয়ে ১২ রাউন্ড আলোচনা হয়েছে, ১৩ নম্বর রাউন্ড শিগগিরই হবে। আমি আশাবাদী সমস্যার সমাধান বেরবে।’

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button