রাজনীতিরাজ্য

চার কেন্দ্রেই ছুটছে তৃণমূল, নজর কাড়ছে গোসাবা

চার কেন্দ্রেই ছুটছে তৃণমূল, নজর কাড়ছে গোসাবা - West Bengal News 24

চলছে রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটা এই চার কেন্দ্র ঘিরে উত্তেজনা চরমে। গণনার বাক্স খুলতেই এগিয়ে চলেছে তৃণমূল। চার কেন্দ্রেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল। এই নির্বাচনে পাখির চোখ খড়দহ বিধানসভা।

সেখানে ১২ হাজার ৮২৫ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে বাকি কেন্দ্রগুলোতেও এগিয়ে আছে তৃণমূল। তৃতীয় রাউন্ড শেষে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দ্বিতীয় জায়গায় আছে সিপিআইএম। অন্যদিকে বাকি কেন্দ্রগুলোতেও এগিয়ে আছে তৃণমূল। অন্যদিকে, দিনহাটাতে শেষ হয়েছে অষ্ঠম রাউন্ড। ৬২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। গোসাবাতেও বেশ অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল।

সপ্তম রাউন্ড শেষে ৬৮ হাজার ৬৭২ ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। শান্তিপুরে ভোট গণনা শুরু হওয়ার আগেই বিপত্তি ঘটে। ভোট গণনা শুরু হতে দেরি হয়। ঘন্টা খানেক পরে ভোট গণনা শুরু হয় এই কেন্দ্রের। তৃতীয় রাউন্ডে এই কেন্দ্রে এগিয়ে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী বজ্রকিশোর গোস্বামী। ৯ হাজার ৮ ভোটে এগিয়ে গেছেন তিনি।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button